হোম > সারা দেশ > ঝালকাঠি

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ২৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয় মো. হাসান তালুকদারকে (২৪।

এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হাসান তালুকদার এর আগেও বিবাহ করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত হাসান মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের অভিভাবকদের জানালে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে মেয়েটি ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার পরপরই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি