হোম > সারা দেশ > ঝালকাঠি

সাঁকো থেকে পড়ে যাওয়া ভাইকে উদ্ধার করতে গিয়ে বোনেরও মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতার জোড়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুহিবুল্লাহ (৪) পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার (৯) একই গ্রামের শহিদুল ইসলামে কন্যা। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

বিষয়টি নিশ্চিত স্থানীয় ইউপি সদস্য করেছেন মো. রাকিব উদ্দিন। 

স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের ওপর সাঁকো পাড় হওয়ার সময় মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। এ সময় তার প্রতিবন্ধী চাচাতো বোন সুরাইয়া আক্তার উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেওয়ার সময় সেও ডুবে মারা যায়। 

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে সেখান থেকে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি