হোম > সারা দেশ > ঝালকাঠি

লঞ্চ দুর্ঘটনা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুর সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মো. পারভেজ (১৯) ও আরোহী মো. হাচিব (১৮)।

স্থানীয়রা জানান, আমুয়া থেকে ঝালকাঠি যাওয়ার পথে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, তিনটি মোটরসাইকেলে করে ঝালকাঠি যাওয়ার সময় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে অন্য মোটরসাইকেল দুটির আরোহীরা একটি অটোতে করে তাঁদের রাজাপুর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকেরা ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি