হোম > সারা দেশ > ঝালকাঠি

লঞ্চ দুর্ঘটনা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুর সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মো. পারভেজ (১৯) ও আরোহী মো. হাচিব (১৮)।

স্থানীয়রা জানান, আমুয়া থেকে ঝালকাঠি যাওয়ার পথে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, তিনটি মোটরসাইকেলে করে ঝালকাঠি যাওয়ার সময় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে অন্য মোটরসাইকেল দুটির আরোহীরা একটি অটোতে করে তাঁদের রাজাপুর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকেরা ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান।

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত