হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ৯৮ বছরের বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটির ৯৮ বছর বয়সী এক বৃদ্ধ আজ ছয়দিন ধরে নিখোঁজ। উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামের এই বৃদ্ধের নাম মো. আ আজিজ তালুকদার (৯৮)।

গত ১ সেপ্টেম্বর দুপুরে আজিজ তালুকদার বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। গত শনিবার ওই বৃদ্ধের ছেলে মোজাম্মেল তালুকদার নলছিটি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৪১) করেন। জিডিতে নিখোঁজ বৃদ্ধের বয়স ৯৮ বছর উল্লেখ করা হয়েছে।

নিঁখোজ আজিজ তালুকদারের ছেলে মো, মোজাম্মেল তালুকদার বলেন, কাউকে কিছু না বলে দুপুরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এর পর আর বাড়ি ফেরেননি। এ সময় তাঁর পরণে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর মুখে লম্বা দাড়ি রয়েছে। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। মোজাম্মেল তালুকদার তাঁর বাবার খোঁজ পেলে সঙ্গে সঙ্গে তা যেন তাঁর নম্বরে (০১৬১০৩৯৯৮৯৭ / ০১৭২৯৪৭৬৬২৩) ফোন করে জানানো হয়, সে অনুরোধ করেন।

এ বিষয়ে নলছিটি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরি হয়েছে। এ সম্পর্কিত তত্য সব জায়গায় পাঠানো হয়েছে। তাঁকে খুঁজতে পুলিশও তৎপর রয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি