হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ৯৮ বছরের বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটির ৯৮ বছর বয়সী এক বৃদ্ধ আজ ছয়দিন ধরে নিখোঁজ। উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামের এই বৃদ্ধের নাম মো. আ আজিজ তালুকদার (৯৮)।

গত ১ সেপ্টেম্বর দুপুরে আজিজ তালুকদার বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। গত শনিবার ওই বৃদ্ধের ছেলে মোজাম্মেল তালুকদার নলছিটি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৪১) করেন। জিডিতে নিখোঁজ বৃদ্ধের বয়স ৯৮ বছর উল্লেখ করা হয়েছে।

নিঁখোজ আজিজ তালুকদারের ছেলে মো, মোজাম্মেল তালুকদার বলেন, কাউকে কিছু না বলে দুপুরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এর পর আর বাড়ি ফেরেননি। এ সময় তাঁর পরণে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর মুখে লম্বা দাড়ি রয়েছে। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। মোজাম্মেল তালুকদার তাঁর বাবার খোঁজ পেলে সঙ্গে সঙ্গে তা যেন তাঁর নম্বরে (০১৬১০৩৯৯৮৯৭ / ০১৭২৯৪৭৬৬২৩) ফোন করে জানানো হয়, সে অনুরোধ করেন।

এ বিষয়ে নলছিটি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরি হয়েছে। এ সম্পর্কিত তত্য সব জায়গায় পাঠানো হয়েছে। তাঁকে খুঁজতে পুলিশও তৎপর রয়েছে।

ঝালকাঠিতে ওসমান হাদির স্মরণে আলোচনা সভা ও দোয়া

হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াললিখন

ডিসি অফিসে গিয়ে আটক ঝালকাঠির সাবেক মেয়র কারাগারে

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠির কাঁঠালিয়া: সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার