হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতা মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে আদালতের নির্দেশে দ্রুতবিচার আইনে রাজাপুর থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ ও সাগর শরীফ। তা ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মামলার আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করলে গত ৫ আগস্ট দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যান তাঁরা। এ সময় তাঁদের হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় তাঁরা গুম, খুন, জখমের হুমকি দিয়ে যান বলে বাদী এজাহারে উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার আদালতে মামলাটি করা হয়।

এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা বিএনপির সভাপতিসহ ১৪ জনের নামে আদালতের নির্দেশে গতকাল একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি