হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দুই কাঠ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ, পারভেজ হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল, দেলেয়ারসহ কয়েকজন মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের পা ভেঙে দেন। তা ছাড়া আরেক কাঠ ব্যবসায়ী রশিদ মিয়াকেও মারধর করা হয়। 

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ হান্নান ও তাঁর ছেলে নাবিলকে গ্রেপ্তার করে। তবে অন্য আসামিরা এখনো অধরা রয়ে গেছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করে থাকে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ সময় গ্রেপ্তারের পর তাঁদের কঠোর বিচারেরও দাবি জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা

মেঘনায় দুর্ঘটনা: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চ জব্দ, আটক ৪

ঝালকাঠিতে ওসমান হাদির স্মরণে আলোচনা সভা ও দোয়া

হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াললিখন

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ডিসি অফিসে গিয়ে আটক ঝালকাঠির সাবেক মেয়র কারাগারে

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠির কাঁঠালিয়া: সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ