হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে দুই কাঠ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ, পারভেজ হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল, দেলেয়ারসহ কয়েকজন মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের পা ভেঙে দেন। তা ছাড়া আরেক কাঠ ব্যবসায়ী রশিদ মিয়াকেও মারধর করা হয়। 

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ হান্নান ও তাঁর ছেলে নাবিলকে গ্রেপ্তার করে। তবে অন্য আসামিরা এখনো অধরা রয়ে গেছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করে থাকে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ সময় গ্রেপ্তারের পর তাঁদের কঠোর বিচারেরও দাবি জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠির কাঁঠালিয়া: সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

হাদির মৃত্যুর খবরে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, আগুন

বাসের চাকায় পিষ্ট হয়ে ২ যুবদল নেতা নিহত

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির