ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের আমতলা সড়কে বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, বিএনপির নেতা-কর্মীদের হামলায় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তবে জেলা বিএনপি বলছে, ছাত্রলীগ ও যুবলীগ এই হামলা চালিয়েছে। এতে বিএনপির আট নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ ও যুবলীগ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপরে হামলার অভিযোগে জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খানসহ ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’
আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি সদর থানার ওসি ফিরোজ কামাল, উপপরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান, এসআই খোকন হাওলাদার, এসআই নজরুল ইসলাম এএসআই শিপন ও কনস্টবল মতিয়ার রহমান। এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অফিসে হামলা চালান। এতে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হয়েছেন।
এ নিয়ে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। আহত নেতা-কর্মীরা গ্রেপ্তারের আতঙ্কে চিকিৎসাও নিতে পারছেন না। পুলিশের ওপর হামলার মিথ্যা অভিযোগে আমাদের ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
এই অভিযোগ অস্বীকার করে যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘বিএনপির কর্মসূচিতে আমরা কেন যাব! তারা আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে।’