হোম > সারা দেশ > ঝালকাঠি

কলেজছাত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে থানায় ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সায়মা পারভীন নামের এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আলী ইমাম খান অনু (২৮) থানায় আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে শহরের ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের পর ওই ছাত্রলীগ নেতা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হত্যার কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে।

পুলিশ জানায়, ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু ২০২১ সালের ২ সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর থেকে তাঁরা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকতেন।

আলী ইমাম খান অনুর বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন বলে অনু জানতে পারেন। গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে ‘স্ত্রী পরকীয়ায় আসক্ত’ লিখে স্ট্যাটাস দেন। আজ সোমবার বেলা ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অনু।

সেখানে ফেসবুকে তানহার চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনু ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অনু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি