হোম > সারা দেশ > ঝালকাঠি

পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. তাহসিন খলিফা (৯) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দিনমজুর শাহ আলী খলিফার ছেলে এবং সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন তার ফুপা সরোয়ার হোসেন টিপু। 

এ নিয়ে সরোয়ার হোসেন টিপু বলেন, ‘তাহসিন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তার শরীরে পড়ে। এতে তার বুকের এক পাশ পুড়ে যায়। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার কল করি। কিন্তু কেউ কল রিসিভ করেনি।’ 

এ নিয়ে জানতে চাইলে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ্ বলেন, ‘আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। যদি অফিস থেকে ফোন রিসিভ না করে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, ‘বিদ্যুতের তার পড়ে শিশুটির মারা গেছে। এ ঘটনায় আমরা মর্মাহত।’ 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তা ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন