হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি চুল্লি ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এই অভিযান চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এই অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এ বিষয়ে ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশদূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় চুল্লির দায়িত্বে থাকা ম্যানেজার মো. সেলিম হাওলাদারের কাছ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় ওই দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত

স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপির মনোনয়নপ্রত্যাশীর

চাকা ফেটে টমটম উল্টে দেয়ালে ধাক্কা, চালক নিহত, আহত ৬

চায়ের দোকান ভেঙে খাদে পড়ল মাইক্রোবাস

রাজাপুরে বাসের ধাক্কায় ছিটকে ডোবায় পড়ে বিএনপির নেতার মৃত্যু