হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি চুল্লি ধ্বংস

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এই অভিযান চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এই অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এ বিষয়ে ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবেশদূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় চুল্লির দায়িত্বে থাকা ম্যানেজার মো. সেলিম হাওলাদারের কাছ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় ওই দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি