হোম > সারা দেশ > ঝালকাঠি

নলছিটিতে সড়ক সংস্কারে অনিয়মের তদন্তে দুদক, প্রকল্প এলাকা পরিদর্শন

ঝালকাঠি প্রতিনিধি  

নলছিটিতে সড়কে রিপেয়ারিং সিলকোটের অনিয়মের অভিযোগ তদন্তে দুদকের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটি থেকে মোল্লারহাট পর্যন্ত সড়কে রিপেয়ারিং সিলকোট কাজের অনিয়মের অভিযোগের ব্যাপারে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিমুলতলা বড়বাড়ি থেকে মাদারঘোনা খানবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ১২ মিলিমিটার পুরুত্বে রিপেয়ারিং সিলকোটের কাজ করা হয়। প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল প্রায় ৪৫ লাখ টাকা। এম খান লাইসেন্সের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেত্রী মোসা. নদীয়া জাহান পিনু। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে কাজটি শেষ হলেও এতে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি দুদকের নজরে এলে তদন্ত শুরু করে প্রতিষ্ঠানটি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে কাজের গুণগতমান সরেজমিনে যাচাই করা হয়েছে। তদন্তে কিছু ত্রুটি পাওয়া গেছে, যা প্রতিবেদন আকারে কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ, কর্মকর্তা পার্থ পালসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি