হোম > সারা দেশ > ঝালকাঠি

দাদা না, স্যার ডাকবা—সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

‘স্যার’ সম্বোধন না করায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ এ অভিযোগ করেন।

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার দুপুরে করোনার টিকা সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য ফোন করা হয়। এ সময় তাঁকে দাদা বলায় ক্ষিপ্ত হন তিনি। অপর প্রান্ত থেকে তিনি বলেন, ‘তুই আমাকে স্যার না বলে দাদা ডাকলি কেন? আমি তোর কিসের দাদা? তুই আমাকে সব সময় স্যার ডাকবি।’ এরপর কোনো তথ্য না দিয়েই কলটি কেটে দেন। গতকাল বিষয়টি আমার ফেসবুকে প্রকাশ করলে তা জানাজানি হয়ে যায়।” 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে নাসির নামে এক সাংবাদিক তথ্য চেয়ে আমাকে মোবাইল করেন। তখন আমি উপজেলা পরিষদে শিশুদের টিকা নিয়ে ব্যস্ত ছিলাম। দাদা না ডেকে স্যার ডাকবা, এতটুকুই বলেছি। এর বেশি কিছু বলিনি।’ 

এ ব্যাপারে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল বলেন, ‘ডা. তাপস কুমার তালুকদার আমার ক্লাবের সদস্যের সঙ্গে এমন আচরণ করে অন্যায় করেছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, তাহলে রোগীদের সঙ্গে কী আচরণ করতে পারেন! রোগীরাও তাঁর কাছ থেকে কী ধরনের সেবা পান!’

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত