হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ফিরোজা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী মো. বাশার হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। বাশার উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের দেনছের হাওলাদারের ছেলে। ওই গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদি গ্রামের মিরাজ ঠাকুরের মেয়ে। 
 
আজ গৃহবধূর বাবা মিরাজ ঠাকুর বাদী হয়ে বাশারকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বাশার ও ফিরোজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় বাশার ফিরোজাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ফিরোজা অভিমান করে সকলের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতে ফিরোজার বাবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, গৃহবধূর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি বাশারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত

স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপির মনোনয়নপ্রত্যাশীর

চাকা ফেটে টমটম উল্টে দেয়ালে ধাক্কা, চালক নিহত, আহত ৬

চায়ের দোকান ভেঙে খাদে পড়ল মাইক্রোবাস

রাজাপুরে বাসের ধাক্কায় ছিটকে ডোবায় পড়ে বিএনপির নেতার মৃত্যু