হোম > সারা দেশ > ঝালকাঠি

ভিডিও কল করে ব্ল্যাকমেল, ময়মনসিংহের মামলায় ঝালকাঠিতে যুবক গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  

গ্রেপ্তার লোকমান হোসেন হৃদয় ওরফে রাফান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি লোকমান হোসেন হৃদয় ওরফে রাফানকে (২৫) ঝালকাঠির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তারের পরে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা।

র‍্যাব ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পাগলা থানাধীন এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ভিডিও কলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও লোকমান তাঁর বন্ধুর কাছে পাঠান। এরপর তাঁরা দুজন মিলে ছাত্রীকে ব্ল্যাকমেল করেন এবং চার লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে তাঁরা অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু টাকা না দিলে ভিডিও মুছবে না বলে জানান।

বাদী বলেন, ‘বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠিতে অভিযুক্তের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর ২৫ জুন র‍্যাব-৮-এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র‍্যাব-৮ গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায় করা হয়েছে, তাই ওখানকার থানা-পুলিশ তাকে নেওয়ার জন্য ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছে।’

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি