ঝালকাঠির কাঠালিয়ায় ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। আজ রোববার দুপুরে আমুয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম মাইশা (৮) ও হালিমা (৫)। মাইশা আমুয়া জিরো পয়েন্টসংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া মো. মাহবুবুর রহমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে এবং হালিমা তাঁর ভাই হুমায়ূনের মেয়ে।
শিশুদের পরিবার বলছে, দুই বোন বাড়ির পাশেই খেলছিল। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এ সময় পাশের ডোবায় পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ডোবার পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।’