হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষক জামাল হোসাইন কর্তৃক স্ত্রীকে মারপিট করে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা-বাবা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগীর স্বজনেরা জানান, ১৩ বছর আগে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পার্শ্ববর্তী বামনা উপজেলার সারোয়ারজান পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খোলপটুয়া গ্রামের জামাল হোসাইনের বিয়ে হয়। জামাল শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য মাসুদাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। 

ভুক্তভোগীর স্বজন আরও বলেন, ইতিপূর্বে স্বামী জামাল হোসাইনকে ১০-১২ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। আরও যৌতুক আনার জন্য গত শনিবার স্ত্রী মাসুদাকে বেধড়ক মারপিট করেন ওই শিক্ষক। গোপন অঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তাঁকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন জামাল। খবর পেয়ে সোমবার রাতে ভুক্তভোগীর মা-বাবাসহ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান বলেন, `ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাঁকে চিকিৎসা দিচ্ছি।' 

অভিযুক্ত শিক্ষক জামাল হোসাইন জানান, ‘এটা আমার বিরুদ্ধে একটি চক্রান্ত এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমার স্ত্রীর অন্যান্য বোন ও ভাইদের নিয়ে এ রকম ঘটনা অনেক আছে। আপনারা ইচ্ছা করলে বামনা ও বরগুনা সাংবাদিকদের কাছে খোঁজ নিতে পারেন। এ বিষয়ে বরগুনার সাংবাদিক মোশারেফের কাছে জানতে পারেন।’ 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, `এ ব্যাপারে আমি কোনো অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ বা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

ঝালকাঠির কাঁঠালিয়া: সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

হাদির মৃত্যুর খবরে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, আগুন

বাসের চাকায় পিষ্ট হয়ে ২ যুবদল নেতা নিহত

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির