হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  

কাঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালিয়া সদর ও শৌলজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় অবৈধভাবে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো. শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তা ছাড়া, কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি এন্টারপ্রাইজসহ ৫টি ইটভাটার কাঁচা ইট এবং ড্রাম চিমনি ধ্বংস করে দেওয়া হয়।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা তৈরির সুযোগ নেই। পরিবেশের ক্ষতিকারক ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত

স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপির মনোনয়নপ্রত্যাশীর

চাকা ফেটে টমটম উল্টে দেয়ালে ধাক্কা, চালক নিহত, আহত ৬

চায়ের দোকান ভেঙে খাদে পড়ল মাইক্রোবাস

রাজাপুরে বাসের ধাক্কায় ছিটকে ডোবায় পড়ে বিএনপির নেতার মৃত্যু