হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ৩৫ কার্টন সিগারেট জব্দ

ঝালকাঠি প্রতিনিধি  

জব্দ করা সিগারেট। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠিতে পরিত্যক্ত অবস্থায় ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

রোববার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী এমনটিই জানিয়েছেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় চালান কপিবিহীন, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কম দামি সিগারেট বিক্রি করে আসছে।

আজ দুপুরে শহরের সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে কার্টনগুলো দেখে সন্দেহ হলে তা খুলে পরীক্ষা-নিরীক্ষা করে ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্র্যান্ডের দেশি সিগারেট জব্দ করা হয়। কিন্তু জেলা কাস্টমস বিভাগের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে তা জব্দ করে বরিশাল বিভাগীয় কার্যালয় পাঠানো হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি