ঝালকাঠির নলছিটিতে ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক ও সহকারী রয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার ষাটপাকিয়া এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাসটি উদ্ধার করে সড়কের পাশে রেখে দেন। এ দুর্ঘটনায় বাসটি উল্টে দুমড়েমুচড়ে যায়। বাসে ৩০ জনের মতো যাত্রী ছিল। আহতদের অনেকেই মারাত্মক জখম হয়েছেন।