হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক ২ 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, পুলিশকে মাদক কারবারির তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের পরিচয় জানায়নি পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন। বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য রব ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে। 

নিহতদের পরিবার বলছে, সোমবার বিকেলে সঙ্গে মাদক থাকার সন্দেহে স্থানীয় খাদেমের ছেলে রাজনকে রাজাপুর থানা-পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দেয়। এরপর পুলিশ চলে যাওয়ার পর ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় রাজন, সজল, খাদেমসহ ৮-১০ জন আব্দুর রব হাওলাদার ও তাঁর ভাতিজা বেলায়েতকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয় রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা