হোম > সারা দেশ > ঝালকাঠি

আদালত চত্বরেই সাক্ষীকে পেটাল আসামিপক্ষ

ঝালকাঠি প্রতিনিধি  

আহত আব্দুল মান্নান চুন্নু মৃধা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।

চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য।

চুন্নু মৃধা জানান, আজ বেলা ২টার দিকে রুবেল গাজী হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার পরই তিনি হামলার শিকার হন। তাঁর গ্রামের অভিযুক্ত আসামি অহিদুল, সোহেল মাঝিসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম পেটান। তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আদালত ভবনের ভেতরে এনে প্রাথমিক সেবা দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগীর পরিবার জানায়, চুন্নু মৃধা ছিলেন রুবেল গাজী হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কারণে তাঁকে অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিয়ে আসছেন আসামিরা। আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত।

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি