হোম > সারা দেশ > ঝালকাঠি

আদালত চত্বরেই সাক্ষীকে পেটাল আসামিপক্ষ

ঝালকাঠি প্রতিনিধি  

আহত আব্দুল মান্নান চুন্নু মৃধা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।

চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য।

চুন্নু মৃধা জানান, আজ বেলা ২টার দিকে রুবেল গাজী হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার পরই তিনি হামলার শিকার হন। তাঁর গ্রামের অভিযুক্ত আসামি অহিদুল, সোহেল মাঝিসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম পেটান। তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আদালত ভবনের ভেতরে এনে প্রাথমিক সেবা দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগীর পরিবার জানায়, চুন্নু মৃধা ছিলেন রুবেল গাজী হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কারণে তাঁকে অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিয়ে আসছেন আসামিরা। আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত।

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত

স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপির মনোনয়নপ্রত্যাশীর

চাকা ফেটে টমটম উল্টে দেয়ালে ধাক্কা, চালক নিহত, আহত ৬

চায়ের দোকান ভেঙে খাদে পড়ল মাইক্রোবাস

রাজাপুরে বাসের ধাক্কায় ছিটকে ডোবায় পড়ে বিএনপির নেতার মৃত্যু