হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার। 

এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে। 

স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে। 

জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে। 

সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত