হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার দুলাল খান নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন বাসের যাত্রী ও ট্রাকে থাকা শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুলাল নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মজিদ খানের ছেলে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ১৭ জনকে উদ্ধার করেছে। আহতদের মধ্যে ৭ জনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক ৪ জনকে বরিশালের শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকিরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লি বিদ্যুতের একটি ট্রাক ১৩ জন শ্রমিক নিয়ে আসছিল। বাসটি উল্টো পাশ দিয়ে এসে ট্রাকটিকে সামনাসামনি ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান মারা যায়। এ ছাড়া আরও অন্তত ২৫ জন আহত হয়। 

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি