হোম > সারা দেশ > ঝালকাঠি

শহীদ মিনার থেকে ফেরার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে জখম হয়ে তিনি রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আজ শনিবার সকালে উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় ছাত্রলীগ নেতা–কর্মীরা তাঁর পথরোধ করে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কিরণ। 

এ ছাত্রদল নেতা অভিযোগে বলেন, সকালে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় শহরের স্কুল মার্কেট এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর পথ রোধ করে হামলা চালান। এ সময় তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। 

এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। হামলার এ ঘটনার সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন। বিষয়টি শুনেছি, এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দলে হতে পারে।’ 

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। এমন ঘটনায় কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

‘বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত...’, জামায়াতের ফয়জুলকে ইসির শোকজ

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নলছিটিতে বিএনপির শোকসভার মঞ্চে হাতাহাতি

‘বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ দাঁড়িপাল্লার দাওয়াত দেয়.... তার পেছনের গুনাহ মাফ’

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

রাজাপুরে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা দিল বিএনপির নেতা-কর্মীরা

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি