হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে কলেজের গ্রিল ভেঙে ১৬ ল্যাপটপ চুরি

ঝালকাঠি প্রতিনিধি

সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ঝালকাঠির নলছিটি দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজের অধ্যক্ষের অফিসকক্ষের সামনের বারান্দার গেটের গ্রিলের হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। পরে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। আজ (মঙ্গলবার) সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা-পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘যে ভবনে (বিল্ডিং) চুরি হয়েছে সেই ভবনের নৈশপ্রহরী (নাইটগার্ড) নাসির উদ্দীন তালুকদার ও আলতাব মল্লিক ঘুমিয়ে ছিল। সকালে উঠে তারা দেখে তালা ভাঙা। তারপর আমাকে সকাল ৯টা বাজে কল দিয়ে ঘটনা জানায়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছিল, এ বিষয়ে বিকেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দেব।’

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।’

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

অবরুদ্ধ প্রধান শিক্ষিকা, উদ্ধার করল পুলিশ

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষ প্রতীকের প্রচারণা

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

রাজাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ঘরে দুর্বৃত্তের আগুন

নলছিটিতে অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খাদে, বিজিবি সদস্য নিহত