হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে লাম আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার সীমারপার এলাকায় নিজের বাড়ির পাশে জলপাইগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমারপার এলাকার মো. শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তার দম্পতির মেয়ে। সে উপজেলার উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে লাম আক্তার বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনেরা। পরে নিজের বাড়ির দক্ষিণ পাশে একটি জলপাইগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাম আক্তারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল লাম আক্তারের। এ কারণে মানসিক অস্থিরতায় সে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত