হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরে এসেছেন একাধিক নাশকতা মামলার আসামি ও সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে সাধুরপাড়া দাসেরহাট বায়তুল আমান জামে মসজিদের সামনে ‘সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ছয় মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ফলে ওই রায় অনুযায়ী তিনি মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বাবুর বিরুদ্ধে একাধিক নাশকতা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে দেখা এলাকার জন্য হুমকিস্বরূপ। তিনি আবার পরিষদে বসলে অন্যায়-অত্যাচার শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে তাঁকে আবার বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম জামালপুরী, ইউপির সাবেক সদস্য ফেরদৌস খান আজাদ, শাহ আলম মুল্লুক খান, আব্দুল করিমসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত