হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবারবাগান থেকে মো. হাবিব মিয়া (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রাবারবাগানের এক কর্মী রাবার সংগ্রহ করতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি রাবার অফিসের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত হাবিব মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. জামাল মিয়া ও মা পারভিন বেগম। পরিবার সূত্রে জানা যায়, হাবিব ঢাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে বেড়াতে আসেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।