হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন বিএসএফের

হবিগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিদের হেফাজতে নেয় বিজিবি। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী ও দুটি শিশু। গতকাল রোববার রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ তাদের পুশ ইন করে।

আজ সোমবার দুপুরে কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম উপস্থিত হন। ফেরত পাঠানো ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়।

জাকারিয়া আরও জানান, ফেরত আসা ব্যক্তিরা প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছে। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে।

৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে ১৯ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক