হোম > সারা দেশ > হবিগঞ্জ

জমি নিয়ে বিরোধ: আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মদরিছ মিয়া তালুকদার পশ্চিমভাগ গ্রামের আব্দুস শুক্কুর তালুকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।

এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলী আমজাদ তালুকদার পক্ষের তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে অন্য পক্ষের হারুন মিয়ার (বড় মিয়া) পুকুরের জমি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা মদরিছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পশ্চিমভাগ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মদরিছ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক