হবিগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর হাওর থেকে রঙ্গিলা মিয়া নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রঙ্গিলা মিয়া হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা। তিনি শহরের পার্শ্ববর্তী কালারডুবা হাওরে একটি বিল পাহারা দিতেন। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ।
স্বজনদের বরাত দিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আজ দুপুরে স্থানীয় লোকজন লাশ হাওরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।