হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি (সরকার দীঘিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি গ্রামের তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার সঙ্গে প্রতিবেশী আকবর মিয়ার দীর্ঘদিন ধরে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস বিচার হওয়ার পরও বিরোধ নিষ্পত্তি হয়নি।

সোমবার সকাল ১০টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আকবর আলীর ছেলে জসিম উদ্দিন (১৭), রুবেল মিয়া (২২), জোছনা বেগম (৪৫), তাহির মিয়া (৪০), তাহির মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫) এবং তাহির মিয়ার বোন হামিদা বেগম (৪৫)সহ মোট ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর বাহুবল মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— পুরান মৌড়ি গ্রামের রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), ফজর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), হরিতলা গ্রামের হুরাই মিয়ার ছেলে এরশাদ মিয়া (৪৫) এবং কনাই মিয়ার ছেলে আব্দুল আলী (৪৮)। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক