হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে তিন গাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে রাখে ডাকাত দল। শনিবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। এ সময় বানিয়াচং থানা-পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ডাকাতেরা গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর গাড়ি তিনটিতে ডাকাতি করে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতেরা দেড় লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার