হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। ডাকাত দল দুটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় যাত্রীদের মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়।

কামাইছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়া জানান, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত এলাকাটি পাহাড়ি হওয়ায় এটি ডাকাতদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এক মাসের ব্যবধানে তিনবার এই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাতের অন্ধকারে পাহাড়ের গাছ কেটে সড়কে ফেলে পথ অবরুদ্ধ করে ডাকাতি করে এবং নির্বিঘ্নে পালিয়ে যায়। তিনি সড়কে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানান।

বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ সমন্বিত অভিযান চালালে অনেক ডাকাতকে আটক করা সম্ভব হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। তাদের টিম রশিদপুর এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল এরই মধ্যে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চুনারুঘাটের রানীগাঁও ও আশপাশের কিছু দুর্বৃত্ত এই ডাকাতির সঙ্গে জড়িত।

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতেরা দুটি মোবাইল ও একটি মানিব্যাগ নিয়ে গেছে।

সাজেদুর রহমান আরও বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই সড়কে পুলিশের টহল আরও জোরদার করা হবে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার