হোম > সারা দেশ > হবিগঞ্জ

চুনারুঘাটে পুলিশের জব্দ করা বালু চুরি, পলাতক যুবলীগ নেতা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের জব্দ করা বালু চুরি করে নিয়ে গেছেন মো. রুবেল মিয়া নামের এক যুবলীগ নেতা। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্টক করে বাসুদেবপুর বাজারে রাখেন রুবেল মিয়া। এ কারণে বাজারের লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। এলাকার লোকজন গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানালে তাৎক্ষণিক থানার এসআই লিপটনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করে। পুলিশ বাসুদেবপুর বাজারের ব্যবসায়ী রুশন আলীর জিম্মায় বালু রেখে যায়। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার ভোরে রুবেল ট্রাক্টরযোগে চুরি করে বালু নিয়ে যান। বিষয়টি জানতে পেরে রুশন আলী চুনারুঘাট থানাকে জানালে আজ বিকেলে এসআই লিপটন রুবেলকে ধরতে অভিযান চালান। কিন্তু তাঁর আগেই রুবেল পালিয়ে যান বলে জানান এসআই লিপটন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, ‘রুবেলকে ধরতে আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এর আগেই তিনি পালিয়ে যান।’ তাঁকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক