হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের জব্দ করা বালু চুরি করে নিয়ে গেছেন মো. রুবেল মিয়া নামের এক যুবলীগ নেতা। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্টক করে বাসুদেবপুর বাজারে রাখেন রুবেল মিয়া। এ কারণে বাজারের লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছিল। এলাকার লোকজন গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানালে তাৎক্ষণিক থানার এসআই লিপটনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করে। পুলিশ বাসুদেবপুর বাজারের ব্যবসায়ী রুশন আলীর জিম্মায় বালু রেখে যায়। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার ভোরে রুবেল ট্রাক্টরযোগে চুরি করে বালু নিয়ে যান। বিষয়টি জানতে পেরে রুশন আলী চুনারুঘাট থানাকে জানালে আজ বিকেলে এসআই লিপটন রুবেলকে ধরতে অভিযান চালান। কিন্তু তাঁর আগেই রুবেল পালিয়ে যান বলে জানান এসআই লিপটন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, ‘রুবেলকে ধরতে আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এর আগেই তিনি পালিয়ে যান।’ তাঁকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।