হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি

সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে সুরমা চা-বাগান এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্থানে গাছ ফেলে চুনারুঘাট বালুমহালের মাধবপুরমুখী দুটি ট্রাক আটকায় ডাকাতেরা। ট্রাকে থাকা লোকজনের ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ডাকাতেরা কয়েকজন আরোহীকে মারধরও করে। এ সময় সড়কের দুই দিক থেকে আসা আটটি গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। পুলিশ চলে আসায় অন্য গাড়িগুলোতে তাণ্ডব চালাতে পারেনি ডাকাতেরা।

হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, খবর পেয়ে মাধবপুর থানা, চুনারুঘাট থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতির ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় কোনো ক্ষতি করতে পারেনি ডাকাতেরা। সড়কে নিরাপত্তা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায়। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা মাধবপুর থানা নেবে। এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন কারণে প্রশাসনের পক্ষ থেকে রাত ১১টার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে ড্রাইভাররা ঝুঁকি নিয়ে ওই রাস্তায় চলাচল করছেন। ফলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

পাচারের অর্থ আনার ক্ষমতা ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই: রেজা কিবরিয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

হবিগঞ্জে মোবাইল বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’

হবিগঞ্জ সদর হাসপাতাল: মাংস বরাদ্দ ১৭০ গ্রাম, রোগীর পাতে যায় মাত্র ৭০ গ্রাম

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত