হোম > সারা দেশ > হবিগঞ্জ

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ডিলার ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

ওএমএস কর্মসূচির চাল। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ডিলার। অভিযুক্ত ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দাশপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড় বাজারে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে ২৫০ কেজি ওএমএস চালসহ আটক করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার রকির ১৫ টাকা কেজি দরে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি করার কথা। কিন্তু তিনি তা না করে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করছিলেন।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় চালের ক্রেতা জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম অভিযুক্ত ডিলার রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

ওএমএস কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় ধরা পড়েন ডিলার ছাত্রদল নেতা এমদাদুল ইসলাম রকি। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তাঁর ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন আজকের পত্রিকাকে বলেন, ‘এমদাদুল ইসলাম রকি বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত নন। যেহেতু তাঁর নাম ছাত্রদলের সঙ্গে জড়ানো হয়েছে, আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

পাচারের অর্থ আনার ক্ষমতা ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই: রেজা কিবরিয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

হবিগঞ্জে মোবাইল বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’

হবিগঞ্জ সদর হাসপাতাল: মাংস বরাদ্দ ১৭০ গ্রাম, রোগীর পাতে যায় মাত্র ৭০ গ্রাম

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত