হোম > সারা দেশ > গাজীপুর

নৌকা প্রার্থীর প্রচারে ফেরদৌস-রিয়াজ-নিপুণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্রের কয়েকজন তারকা। আজ রোববার অভিনেতা ফেরদৌস, রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিনসহ অনেকে মহানগরীতে নৌকা প্রার্থীর প্রচারণায় অংশ নেন। 

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামীকাল সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে আজ বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লার পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চলচ্চিত্রের তারকারা। 

সরেজমিন জানা গেছে, আজ ফেরদৌস-রিয়াজরা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচার শুরু করেন। তাঁরা খোলা গাড়িতে করে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস ও কোনাবাড়ী এলাকায় যেতে যেতে ভোটের প্রচারে অংশ নেন। এ সময় পথে পথে ভিড় জমান স্থানীয় ভোটাররা। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এ সময় চলচ্চিত্র শিল্পীরা কয়েকটি পথসভায় বক্তব্য দেন। 

পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘নানা কারণে গাজীপুর শহরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে-শুনে-বুঝে আজমত উল্লাকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি একজন ভালো মানুষ, নৌকা প্রতীকের জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।’ 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনি নৌকা ও আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; যাতে আজমত উল্লা বিজয়ী হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারেন। এ বার্তা দিতেই গাজীপুরে এসেছি।’

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১