হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার উপজেলা শহরে এই আয়োজন করা হয়। 

কর্মসূচি পালন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস আফরুজা বারী বলেন, সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা সরকারকে বেকায়দায় ফেলার একটি অপচেষ্টা। কোনো ভাবেই তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। সে ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকতে হবে আমাদের নেতা কর্মীদের। 

আফরুজা বারী বলেন, বাংলাদেশ যখন বিশ্বসভায় একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক তখনই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। বক্তব্যে সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। 

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিপুলসংখ্যক নেতা কর্মী অংশ নেন। 

পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ডক্টর আব্দুল্লাহেল বারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হাফিজা বেগম কাকলী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উদয় নারায়ণ, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল ও ছাত্রলীগ নেতা রতন মিয়াসহ প্রমুখ। 

এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন। 

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ