ফরিদপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে শাকিল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মধ্য রাতে ফরিদপুর কোতোয়ালি থানার কৃষ্ণনগর ইউনিয়নের ইসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ইসুফপুর গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে যায় একটি চক্র। এ সময় বিদ্যুতের তার জড়িয়ে ট্রান্সফরমার বিস্ফোরণে শাকিল ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি থেকে শাকিলের লাশ নিচে নামায়।
এ সময় মজনু শেখ ও নাসির নামের অপর দুজনকে আটক করেন স্থানীয়রা। তাঁরা একই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহত মজনু শেখকে ফায়ার সার্ভিস উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠায়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।