হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত।

একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অন্য আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ব্যারাকপাড়ার আনিছ মল্লিক (২৪), ঢেঁকিগাড়িয়ার সহিদ শেখ (২৪), বালিয়াডাঙ্গীর মো. শাহজাহান শেখ (৪২) এবং বাড়ইপাড়ার মো. শামীম ওরফে ভাগনে শামীম (২৬)। এদের মধ্যে শাহজাহান শেখ ও শামীম পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ। ওই দিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার। পরে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই হান্নান তালুকদার।

পরে এ হত্যাকাণ্ড ও ইজিবাইকটি ছিনতাইয়ের অভিযোগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান। ওই সময় দুজনকে গ্রেপ্তার করেন।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ