হোম > সারা দেশ > ফরিদপুর

নিক্সন-জাফর উল্যাহর সমর্থকদের বিরোধের বলি হলো ডেকচির খিচুড়ি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের অংশ ভাঙ্গা উপজেলায় নৌকার প্রার্থীর সমর্থকদের রান্না করা কয়েক পাতিল খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট ও নৌকার পক্ষে প্রচার বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর অনুসারী স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সিসহ কয়েক জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে শুক্রবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ উপলক্ষে কয়েক পাতিল খিচুড়ি রান্না করা হয়। একপর্যায়ে ১০-১৫টি মোটরসাইকেলে চেপে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি এবং বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ অজ্ঞাত আরও ২০ জন হঠাৎ সেখানে উপস্থিত হন। এ সময় মোটরসাইকেলগুলো আলোচনা সভা যে উঠানে হয় তার পাশ দিয়ে অতিরিক্ত হর্ন বাজিয়ে শক্তির মহড়া এবং ক্ষমতা প্রদর্শনসহ ত্রাস সৃষ্টির চেষ্টা করে। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালি দিয়ে বিজয় দিবস উদ্‌যাপনের জন্য রান্না করা কয়েক পাতিল খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন চেয়ারম্যানের লোকজন। পরে আলোচনা সভা দ্রুত বন্ধ করে সবাইকে উঠান ত্যাগ করতে বলা হয়। না হলে খুন-জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ ভয়ে ছোটাছুটি করে সভাস্থল থেকে অন্যত্র পালিয়ে যান। 

কাজী জাফর উল্লাহর সমর্থক ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়। ইতিপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন এই ইউনিয়নের নৌকার কর্মীরা। তাই, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারসহ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁর এলাকায় ঘটেনি। তাঁর বিরুদ্ধে নৌকার সমর্থক নেতা-কর্মীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

ভাঙ্গা থানার ওসি এম এ জলিল বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান

ফরিদপুরের আলফাডাঙ্গা: বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বাউলদের নিয়ে ফখরুলের বক্তব্যের প্রতিবাদ, পদত্যাগের ঘোষণা ওলামা দলের নেতার

‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার হাতিয়ে নেওয়া শেখ ফয়েজ গ্রেপ্তার