হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে দায়ের কোপে আহত নারীর মৃত্যু, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত মর্জিনার পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত রাকিব জোয়ারদার তাঁর ঘুমন্ত মা মর্জিনা বেগমকে কুপিয়ে জখম করেন। তিনি মধুখালী পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়ার্দারের স্ত্রী। এ ঘটনায় জামালের করা মামলায় অভিযুক্ত ছেলে রাকিব জোয়ারদারকে (১৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মাদকাসক্ত রাকিব জোয়ারদার গত মঙ্গলবার রাতে রাকিব তাঁর ঘুমন্ত মায়ের মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যান। এ সময় পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে মর্জিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুপিয়ে জখম করার পরদিন বুধবার রাকিবের বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে রাকিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টাতে শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩