হোম > সারা দেশ > ফরিদপুর

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেল ধাক্কা লেগে মো. নাঈম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

 
গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গার্ড রেলিংয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম রাজৈর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। তিনি ওই মোটরসাইকেলের চালক ছিলেন।

পুলিশ জানায়, নাঈম মোটরসাইকেলে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে চালতিপাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গার্ড রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাসাড়া হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিরাজদিখান থানায় হস্তর করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ