হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সৌরভ মালো (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা সদরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা কুমার নদের ওপর জোড়া ব্রিজের নিচে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

সৌরভ নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল। 

নিহতের চাচা অমল মালো বলেন, ‘গত ৬ তারিখে আমার মেয়ে পিয়াঙ্গার জন্মদিন উপলক্ষে সৌরভ ঢাকা যায়। পরদিন ৭ তারিখ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নগরকান্দার উদ্দেশ্যে রওনা দেয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আমাদের সঙ্গে মোবাইলে কথা হয়। সে বলে, ‘‘আমি কিছুক্ষণের মধ্যে ভাঙ্গায় গাড়ি থেকে নামব।’ ’ এরপর থেকে তার মোবাইলে আর কথা বলতে পারি নাই। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আমার একমাত্র ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে।’ 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘গত রাতে সৌরভের পরিবারের লোকজন থানায় এসেছিল। সারা রাত পুলিশসহ তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে ভাঙ্গা কুমার নদীর ওপর নির্মিত জোড়া ব্রিজের নিচে একটি লাশের সন্ধান পাই। ঘটনাস্থল পরিদর্শন করে সৌরভের মরদেহ উদ্ধার করি।’ 

ওসি আরও বলেন, ‘মরদেহের গলায় ও পায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তদন্ত চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মার্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০