হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে নিখোঁজের দুই দিন পর মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

শেখ আল আজাদ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে মাদ্রাসাশিক্ষক শেখ আল আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টাখেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

এর আগে গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ হন তিনি। ওই দিন রাতেই থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরির পর মো. রাসেল শেখ (৪০) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।

তাঁর দেওয়া তথ্যমতে, লাশটি উদ্ধার করা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে। আটক রাসেল শেখ একই উপজেলার মেঘচামী এলাকার সোহরাব শেখের পুত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা