হোম > সারা দেশ > ফরিদপুর

শিশুশিক্ষার্থীকে নদীতে চুবিয়ে নির্যাতন, বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্কুলছাত্রকে পিটিয়ে ও নদীতে চুবিয়ে নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে ও নদীতে চুবিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। নির্যাতনের শিকার শিক্ষার্থী একই ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. দেলোয়ার খানের ছেলে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মানববন্ধনে নির্যাতনের শিকার শিশুটি জানায়, ৮ মে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে প্রথমে ধরে মারপিট করে পাশের নদীতে চুবায়। সেখান থেকে স্কুলে যাওয়ার পরে আবার তাকে জোর করে স্কুল থেকে ধরে নিয়ে মুখে গামছা বেঁধে টানাহেঁচড়া করে এলোপাতাড়িভাবে চড়থাপ্পড় কিল–ঘুষি মারে ও লাঠি দিয়ে পেটায়। এ সময় হামলাকারীরা তার বাবার দায়ের করা মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে তাকে খুন করার হুমকি দেয়।

এ ঘটনায় চিলারকান্দি গ্রামের রবিন শেখ (২০), শাহিন মল্লিক (২৫), উজ্জ্বল শেখ (২৫), হাসিব মল্লিক (৪৯) ও হানিফ শেখের (৪৫) বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। কোতোয়ালি থানার এএসআই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক রেজাউল হক বলেন, ঘটনার তদন্তে ওই শিশুকে মারধরের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস