হোম > সারা দেশ > ফরিদপুর

বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না খালিদের

ফরিদপুর প্রতিনিধি

নিহত খালিদ মাতুব্বর। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের বালিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ মাতুব্বর (১৪) উপজেলার মধ্যবালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে ও নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত ফেরদৌস মাতুব্বর (১৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নগরকান্দা সরকারি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে চেপে জয়বাংলা যাচ্ছিল খালিদ মাতুব্বরসহ তিন বন্ধু। মোটরসাইকেল চালাচ্ছিল ফেরদৌস মাতুব্বর এবং মাঝে বসা ছিল খালিদ। এ ছাড়া পেছনে অপর এক কিশোর বসা ছিল। তাঁরা দ্রুত গতিতে চালিয়ে জয়বাংলার দিকে যাচ্ছিল। এ সময় বালিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পর অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যান।

এসআই ইরানুল ইসলাম বলেন, নিহতের মাথা তার শরীর থেকে প্রায় ২০০ গজ দূরত্বে থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, কিশোরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ