হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আসাদুজ্জামানকে যোগদানের দুই দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (বুধবার) ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সিলেট রেঞ্জে বদলি হন। ওই দিনই এসএম আসাদুজ্জামান ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে আসাদুজ্জামান বলেন, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করিলে এর দায়-দায়িত্ব ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করিবে না।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

এরপর শুক্রবার (৮ এপ্রিল) ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘বিতর্কিত মন্তব্য করায় ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগ দেওয়া ওসি এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় দ্বিতীয় কর্মকর্তা শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করবেন।’

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ