হোম > সারা দেশ > ফরিদপুর

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্য, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সড়কে চাঁদাবাজি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আসাদুজ্জামানকে যোগদানের দুই দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (বুধবার) ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সিলেট রেঞ্জে বদলি হন। ওই দিনই এসএম আসাদুজ্জামান ভাঙ্গা হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন। পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন। 

লিখিত বক্তব্যের শেষ দুই লাইনে আসাদুজ্জামান বলেন, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করিলে এর দায়-দায়িত্ব ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করিবে না।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

এরপর শুক্রবার (৮ এপ্রিল) ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। এ প্রসঙ্গে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘বিতর্কিত মন্তব্য করায় ভাঙ্গা হাইওয়ে থানার সদ্য যোগ দেওয়া ওসি এএসএম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানায় দ্বিতীয় কর্মকর্তা শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করবেন।’

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান