ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে বাবা-ছেলেকে মারপিটের ঘটনায় জড়িত নারী রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাঝকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দুই মাস ধরে আসামি রুমা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে মঙ্গলবার সন্ধ্যায় মাঝকান্দি এলাকায় আসলে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওতে মারপিটে অংশ নিতে দেখতে পাওয়া ১০ জনের মধ্যে রুমাসহ ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ বাবা ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে বেধড়ক মারপিট করে রুমা ও তার ভাই কুতুবুদ্দিনসহ অন্তত ১০ জন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।